Type to search

Lead Story সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যু, আহত ১৫

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বাসে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছেন। নিহতদের মধ্যে বাসযাত্রী পোশাক শ্রমিক তিন জন এবং দুই জন ট্রেনের যাত্রী বলে জানা যায়। এ ঘটনায় কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছেন।

আজ রবিবার সকাল ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বলাকা এক্সপ্রেস ট্রেনের  ইঞ্জিনের সামনে বসা ছিলেন ওই দুই জন যাত্রী।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি মাইজপাড়ায় এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসে ধাক্কা দেয়। এতে পাঁচ জন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১০-১৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

এবিসিবি/এমআই

Translate »