Type to search

Lead Story রাজনীতি

গণতন্ত্র ফেরাতে আরেকবার জেগে উঠবে জনগণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান অবস্থা নিয়ে বলেছেন, সবাই এখন ভয়ংকর একটা সংকটে আছেন। সেই সংকটটি হচ্ছে অস্তিত্বের সংকট, সেই সংকটটি হচ্ছে স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষার সংকট, সেই সংকটটি হচ্ছে গণতন্ত্রের সংকট। সেই সংকট কাটিয়ে উঠতে হলে আন্দোলনের বিকল্প নেই। গণতন্ত্র ফেরাতে অল্প সময়ের মধ্যে দেশের জনগণ মুক্তিযুদ্ধের মতোই আরেকবার জেগে উঠবে। তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

সোমবার (৩১ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুর্গাপূজা-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র যদি না থাকে তাহলে কারোই অধিকার প্রতিষ্ঠিত হয় না। বিএনপি সেই অধিকারের জন্য লড়াই করছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আট হাজার মাইল দূরে অবস্থান করছেন। দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ রকম পরিস্থিতিতে দেশে কেউ নিরাপদ নয়। একটা ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে সবাইকে। এর থেকে মুক্তি পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শরিক হতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপি নেতা অমলেন্দু দাস অপু, জয়ন্ত কুমার কুণ্ড, মিল্টন বৌদ্ধ, তরুণ দে, সুশীল বড়ূয়া, অপর্ণা রায়, রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, প্রয়াত নেতা গৌতম চক্রবর্তীর স্ত্রী দিপালী চক্রবর্তী, সুকৃতি কুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »