Type to search

Lead Story রাজনীতি

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর অনুরোধ ইইউ এমপির

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন।

গত গত বুধবার ইভান স্টেফানেক এ বিষয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান চিঠিতে।

চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের ওই সদস্য লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে বের হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন দেওয়া হয় অনুমোদন।’

উল্লেখ্য, গত ১৩ই নভেম্বর বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে তিনি চিকিৎসাধীন।

এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা দিচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »