Type to search

Lead Story রাজনীতি

খালেদা জিয়াকে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে সরকার: মির্জা ফখরুল

খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একথা বলেন। তিনি জানান, বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন তখন তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে আবেদন করা হয়েছিল। কিন্তু তখনও তাকে বিদেশে যেতে দেয়নি সরকার। কিন্তু এখন তার সাজা স্থগিতের মেয়াদ বাড়লেও এখনও তাকে বিদেশে যেতে পারবেন না বলে শর্ত জুড়ে দিয়েছে সরকার।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘মূল বিষয়টা হলো, বেগম জিয়াকে সরকার এত বেশি ভয় পায় যে, তারা কোনোমতেই তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতির দেওয়ার কথা ভাবতে পারেন না। এজন্য এত অসুস্থতা সত্ত্বেও সরকার তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না।’

এরআগে, সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। আগের শর্ত বহাল রেখে সাজা স্থগিতের এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।

২টি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাবন্দি ছিলেন। নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। বেগম জিয়ার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। এর মধ্যে গত এপ্রিলে তিনি করোনাভাইরাসে শনাক্ত হন। হাসপাতালে চিকিৎসাও নেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর তার দণ্ড স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে। এ অবস্থায় বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে কিছুদিন আগে তার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। পরে আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এবিসিবি/এমআই

Translate »