Type to search

Lead Story অপরাধ বাংলাদেশ সারাদেশ

খাবারে বিষ মিশিয়ে শিশু হত্যা, সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, ২০০৫ সালের দিকে ৭ ও ৫ বছরের দুই ছেলে শিশুসন্তান রেখে বাদশার প্রথম স্ত্রী চম্পা খাতুন মারা যান। এরপর কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামের উস্তার মৃধার মেয়ে নাছিমা খাতুনকে বিয়ে করেন তিনি। নাছিমার সংসারেও এক ছেলেশিশুর জন্ম হয়। প্রথম স্ত্রীর দুই সন্তান তাদের নানাবাড়িতে থাকত।

মামলায় গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন নাছিমা। মামলার তদন্ত শেষে ২০০৯ সালের ২৭ জানুয়ারি একমাত্র আসামি ও শাহিনের সৎমা নাছিমার বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা খোকসা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। দীর্ঘ শুনানি শেষে রোববার এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন, মায়ের কোল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। শাহিন মাহারা ছিল। প্রয়োজনের তাগিদেই বাদী বিয়ে করে শাহিনকে মায়ের একটা আশ্রয়স্থল দিয়েছিলেন। পূর্বপরিকল্পিতভাবে শিশু শাহিনকে হত্যা করা হয়েছে।

Translate »