Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: সাত জেলায় লকডাউন শুরু, বন্ধ দূরপাল্লার বাসও

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে দেশের ৭ জেলায় লকডাউন শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ লকডাউন আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

যে ৭ জেলায় লকডাউন দেওয়া হয়েছে সেগুলো হলো- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। চলাচল করবে না গণপরিবহন। বন্ধ থাকবে বাজার-শপিংমল। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)।ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে...

ইতিমধ্যে ঢাকা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ চলাচল। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করা বন্ধ রয়েছে দূরপাল্লার বাসও। এই জেলাগুলোর মধ্যে যেগুলোতে ট্রেন চলাচল করে, বন্ধ থাকবে সেখানে।

যেসব কর্মকাণ্ড জরুরি পরিষেবা হিসেবে ধরা হবে সেগুলো হলো- কৃষি উপকরণ, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন; স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান; বিদ্যুৎ-পানি-গ্যাস/জ্বালানিসেবা; ফায়ার সার্ভিস, ত্রাণ বিতরণ, নদী বন্দর, টেলিফোন, গণমাধ্যম, ও ইন্টারনেট; বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা ও অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা।

এসব সেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাকগুলো এ লকডাউনের আওতার বাইরে থাকবে।

এর আগে, গতকাল সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম লকডাউনের বিষয়ে জানান।

Translate »