Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: সাতক্ষীরায় আরো ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬

 জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা মেডিকেল কলেজের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এর মধ্যে করোনাভাইরাসে একজন ও করোনা উপসর্গ নিয়ে ৮জন মারা গেছেন। আজ শনিবার (১৯ জুন) হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় সাতক্ষীরা জেলায় ৯২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা আক্রান্ত হয়েছে। করোনা সংক্রমণের হার ৬০ দশমিক ৮৬ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজিটিভ ফলাফল আসে। আক্রান্তের হার ৪৫ দশমিক ২১ শতাংশ।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, জেলায় এ পর্যন্ত এগার হাজার ৫০৭ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৮৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে ২৫ জন কোভিড-১৯ রোগী ভর্তি আছেন। বাকি ৮৭৮ জন রোগী বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

Translate »