Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: রামেকে আরও ১৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদের মধ্যে ৮জন করোনা পজিটিভ ও দশ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে (১ থেকে ২৪ জুন) এ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে মারা গেছেন ২৬৩ জন। এর মধ্যে ১৩৩ জনই মারা গেছেন করোনা পজিটিভ শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মৃত্যু যান।

রামেক পরিচালক বলেন, নতুন মৃতদের ১৩ জনই রাজশাহীর (পজিটিভ ৭, উপসর্গে ৬), চাঁপাইনবাবগঞ্জের একজন পজিটিভ, নওগাঁর ৪ (উপসর্গে ২) জন মারা যান। মৃতদের ১০ জন পুরুষ ও ৮ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ (নারী ২, পুরুষ ২) জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ (পুরুষ ২, নারী ১) জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ (পুরুষ ২, নারী ৩) জন ও ৬১ বছরের বেশি বছর বয়সী ৬ (পুরুষ ৪, নারী ২) জন রয়েছেন।

রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩০,নওগাঁ ৬, চাঁপাইনবাবগঞ্জের ১০, নাটোরের ৪ ও পাবনার ১ জন। একই সময় সুস্থ হয়ে ৪৩ জন হাসপাতাল ছেড়েছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার (২৪ জুন) সকাল পর্যন্ত এ হাসপাতালের ৩০৯ বেডের বিপরীতে করোনাভাইরাস ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০৪ জন। গতকাল বুধবার (২৩ জুন) ভর্তি ছিলেন ৪১০ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে রাজশাহীর ২৭২ জন, নাটোরের ২৬, চাঁপাইনবাবগঞ্জের ৫৯, পাবনার ১০, কুষ্টিয়ার ৩, চুয়াডাঙ্গার ১ ও ঢাকার ১ জন।

রামেক পরিচালক বলেন, বুধবার রাজশাহীর ২ ল্যাবে ৩ জেলার মোট ৬৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছে ১৮৮ জনের।

Translate »