Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড-১৯: বিশ্বে মৃত্যু ৫০ লক্ষ ছাড়ালো

মহামারি কোভিড-১৯ প্রভাব কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে এখনো অসংখ্য মানুষ ভাইরাসটিতে শনাক্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন। এরই মধ্যে মৃতের সংখ্যা পাঁচ মিলিয়ন বা ৫০ লক্ষ ছাড়িয়েছে। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ অক্টোবর) পর্যন্ত পুরো বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ মিলিয়ন ছাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও মেক্সিকোতে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা ২.৫ মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে ১ বছর। আর পরবর্তী ২.৫ মিলিয়ন হতে সময় লেগেছে মাত্র আট মাস।

গত সপ্তাহে পুরো বিশ্বে করোনায় মারা গেছে গড়ে আট হাজার। অর্থাৎ প্রতি মিনিটে প্রায় পাঁচ জন। তবে আশার কথা হচ্ছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে শনাক্ত ও মৃত্যু দু’টোই কমতে শুরু করেছে।

এবিসিবি/এমআই

Translate »