Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড-১৯: ফাইজারের মুখে খাওয়ার ওষুধ অনুমোদন আমেরিকার

করোনাভাইরাসের সংক্রমণ রোধের চিকিৎসায় একটি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের সেই ওষুধটি করোনায় শনাক্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্যাক্সলোভিড হলো করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। স্থানীয় সময় বুধবার (২২ ডিসেম্বর) এফডিএ এই অনুমোদনের কথা জানায়।

এফডিএ’র অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে জানান, ‘এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে। চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।’

এর আগে পরীক্ষামূলক প্রয়োগের ফলাফলের উপর ভিত্তি করে ফাইজার জানিয়েছিল, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত।

রয়টার্স জানা যায়, ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার ৩টি করে মোট পাঁচ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

এবিসিবি/এমআই

Translate »