Type to search

Lead Story জাতীয়

কোভিড-১৯: দেশে রেকর্ড মৃত্যু ২০১, শনাক্ত ১১ হাজার ১৬২

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ শনাক্ত হচ্ছেন। কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে গেছে গত কয়েকদিনে।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫  হাজার ৫৯৩ জন।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানাতে আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন পজিটিভ শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে নয় লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।

এ নিয়ে দেশে করোনায় টানা ১১ দিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার করোনায় প্রাণ হারান ১৬৩ জন। এদিন রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় পজিটিভ শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ ৫০ হাজার ৫০২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৮৭ জন।

Translate »