Type to search

Lead Story আন্তর্জাতিক

কোভিড-১৯ তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে বিশ্ব: ডব্লিউএইচও

বিশ্ব বর্তমানে করোনাভাইরাস তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস।

বুধবার কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের অষ্টম বৈঠকের শুরুতে তিনি এসব কথা জানান।

ডব্লিউএইচও প্রধান বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি। গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।

এর কারণ হিসেবে কোভিড-১৯ এর তীব্র সংক্রমিত ধরন ‘ডেল্টার’ কথা উল্লেখ করে টেডরস আধানম বলেন, ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে কোভিড-১৯ নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে।

তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে জানান, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেওয়া। বিশ্বের অনেক দেশ এখনও কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি।

এ প্রসঙ্গে ডব্লিউএইচও মহাপরিচালক উল্লেখ করেন, কোভ্যাক্স কাজ করছে। তবে সীমিত পরিসরে। কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করতে পেরেছে।

Translate »