Type to search

Lead Story সারাদেশ

কোভিড-১৯: খুলনা বিভাগে আরো ২৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ খুলনা বিভাগে আবারো বেড়েছে কোভিড-১৯ মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়ে বিভাগে মৃত্যু হয়েছে ২৭ জনের। এ সময় সর্বাধিক মৃত্যু ও পজিটিভ শনাক্ত হয়েছে খুলনা জেলা ও মহানগরীতে।

বিভাগে ৯৯৮ জনের শরীরে কোভিড-১৯ উপস্থিতি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় নয় জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে ৪জন, বাগেরহাটে ৪জন এবং নড়াইলে তিনজন ও মেহেরপুরে ২জন মারা গেছেন।

এর আগে সোমবার আগের ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় শনাক্ত হয়ে ১২ জনের মৃত্যু ও শনাক্ত হয় ৯৪৫ জনের। আর গত রবিবার (২০ জুন) আগের ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু এবং ৭৬৩ জনের করোনা পজিটিভ শনাক্তের কথা জানানো হয়েছিল। তার আগে শনিবার (১৯ জুন) ২২ জনের মৃত্যু এবং ৬২৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী পজিটিভ শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৭৫ জন। শনাক্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৪ জনে। এ সময় ৩৪ হাজার ৯৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Translate »