Type to search

Lead Story রাজনীতি

কিছু সংগঠন হঠাৎ বলছে বিএনপি শুধু নির্বাচন চায়

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনা যদি সফল করতে হয়, তাহলে সবচেয়ে উত্তমপন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। একজন কৃষক কৃষি কাজ করবে, শিক্ষক শিক্ষকতা করেন, সাংবাদিক সাংবাদিকতা করেন, ডাক্তার চিকিৎসাসেবা দেন। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা ও নির্বাচন চাওয়া। আজ আমরা দেখছি কিছু সংখ্যক লোক বা সংগঠন হঠাৎ করে বলছে, বিএনপি শুধু নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। বিএনপি তো একটি রাজনৈতিক দল। আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি, জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইবো। জনগণের কাছে ভোট চাইবো। নির্বাচন চাইবো। এটি একটি স্বাভাবিক ব্যাপার। এটাকে কেন কিছু লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদের চিন্তা করে দেখতে হবে। এখানে কি কারও অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে। কুমিল্লা মহানগর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিকালে কুমিল্লার টাউন হল মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় দলের চেয়ারম্যান কুমিল্লা মহানগর বিএনপি’র কমিটিতে নির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তব্যে তারেক রহমান বলেন, এই মুহূর্তে দেশে নির্বাচন যদি বিলম্বিত হয়, কারা সুবিধাপ্রাপ্ত হবে? কাদের স্বার্থ উদ্ধার হবে? এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের মূল স্লোগান “জনগণ আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।” আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি। বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি, গণতন্তের চর্চাকে অব্যাহত রাখতে পারি তাহলেই এদেশকে ও এই দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব। আমরা যত বেশি গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারবো দেশে ততই মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। তত বেশি আমরা দেশ ও দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারবো।

তারেক রহমান বলেন, দেশে কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা লক্ষ্য করছি। খেয়াল করে দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে তাদের প্রতি সমর্থন জানিয়েছি। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কারণ বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবে। যে অধিকারকে বহু বছর আগে পলাতক স্বৈরাচার রাতের আঁধারে অস্ত্রের মুখে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের সেই অধিকারকে মানুষের কাছে ফিরিয়ে দেবে। কিন্তু গত কিছুদিন ধরে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অস্থিরতা তৈরি হয়েছে।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশে বহু অস্থিরতা হয়েছে। পলাতক স্বৈরাচার সরকার বাংলাদেশ অর্থনীতি, কৃষি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা, নির্বাচনব্যবস্থা, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙেচুরে গুঁড়িয়ে দিয়ে গেছে। আমরা চাই এখন দেশ গঠন করতে। স্থিতিশীলতা নিয়ে আসতে। কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদের ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। তারেক রহমান বলেন, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা মনে করি সরকার স্মুথলি যত সুন্দরভাবে একটি নির্বাচন অনুষ্ঠান করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে। আমরা আশা করবো সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি’র কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব নির্বাচিত হন।

-মানবজমিন

Translate »