Type to search

Lead Story জাতীয়

করোনায় আরো ২৪ জনের মৃত্যু, মোট শনাক্ত ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৯ জন।

রোববার (২৭ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রতিদিনের মতো পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন এক হাজার ৪৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাস এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনকে নিয়ে এ পর্যন্ত কোভিড-১৯ প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৪৫২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও করোনা রোগী সুস্থ হয়েছেন ১৪৭৩ জন।  এ নিয়ে সুস্থ হয়েছেন মোট চার লাখ ৫১ হাজার ৯৬১ জন।

দেশে কোভিড-১৯ প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ ১ম মৃত্যুর খবর আসে।

Translate »