Type to search

Lead Story রাজনীতি

একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই নতুন সূর্যের উদয় হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি। তার চিকিৎসা প্রয়োজন এবং সেই চিকিৎসা দেশে সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসায় উন্নত প্রযুক্তি এখানে নেই। তাকে অবিলম্বে বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো প্রয়োজন। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন, ‘অনেক মানবতা দেখিয়েছি। আর কত মানবতা দেখাব।’ কোনো সভ্য দেশের নেতার কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে কারাগারে গেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য নিগৃহীত হয়েছেন তিনি। সেই নেত্রীকে আজ উন্নত চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এটা করা হচ্ছে সরকারের প্রতিহিংসার কারণে। তিনি বলেন, আমরা খুব দুঃসময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি, একদিন অন্ধকার কেটে যাবে, অবশ্যই নতুন সূর্যের উদয় হবে।

সংগঠনের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পরিচালনায় আলেচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহিরুল ইসলাম, আবদুস সালাম, ইসমাইল জবিহউল্লাহ শাহজাদা মিয়াসহ আরো অনেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার সহধর্মিণী চৌধুরী শায়লা কামাল, তার মেয়ে নায়াব ইউসুফসহ বিএনপি ও ফরিদপুরের জেলা নেতারা।

এবিসিবি/এমআই

Translate »