Type to search

Lead Story শিক্ষা

উপাচার্যকে ঘিরে রেখেছে শিক্ষার্থীরা, সাংবাদিকদের ওপর হামলা

সাধারণ শিক্ষার্থীদের ওপর স্থানীয় ও পুলিশের হামলার বিচার দাবিতে আজ রোববার (১২ মার্চ) সকাল থেকে আন্দোলন শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরতদের সাথে কথা বলতে এসে তোপের মুখে পড়েন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন। পরে উপাচার্য সিনেট ভবনের পাশে অবস্থান নিলে শিক্ষার্থীরা সেখান ঘিরে রাখে তাকে। এ সময় সেখানে শিক্ষার্থীদের হাতে সাংবাদিকরা মারধরের শিকার হয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী মিলে প্রশাসন ভবনে তালা দেন। পরে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীরা জানান, প্রশাসনের নির্লিপ্ততায় তাদের ওপর হামলা হয়েছে। তারা এর বিচার দাবি করছেন।

পরে উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও হুমায়ুন কবীরসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশে অবস্থান নিলে শিক্ষার্থীরা সেখান তাঁদের ঘিরে রাখেন।

সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হ্যান্ডমাইকে বলা হয়, ‘কোনো ঘটনার বিচার আলোচনা করা ছাড়া সম্ভব নয়।’ কিন্তু শিক্ষার্থীরা আরও বিক্ষোভে ফেটে পড়েন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ২টা) সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন উপাচার্যসহ অন্যরা।

এবিসিবি/এমআই

Translate »