Type to search

Lead Story আন্তর্জাতিক

উত্তাল মিয়ানমার: নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যুর সংখ্যা ৪৫৯ ছাড়িয়েছে

মিয়ানমারে সামরিক জান্তা সরকার ক্ষমতা দখল করার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪৫৯ জন জনগণ নিহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) একটি মানবাধিকার সংগঠনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

রাজনৈতিক বন্দীদের জন্য সহায়তা সমিতির এক প্রতিবেদন অনুয়ায়ী, নিহতদের মধ্যে শিশু-নারী থেকে শুরু করে শিক্ষক-যুবকরাও আছে।

মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, গত ২৭ মার্চ পাইজিগি দাগুন জনপদে আগুন দিয়ে অন্তত ৬০টি বাড়িঘর ধ্বংস করে দিয়েছে জান্তা সরকার। স্থানীয়দের লক্ষ্য করে যখন গুলি চালানো হয় তখন আশপাশের বাসিন্দারা সাহায্য করতে এগিয়ে আসে তাদের। কিন্তু সেখানেও বাধা দেয় নিরাপত্তা কর্মীরা।

পরদিন ২৮ মার্চ দুই হাজার ৫৫৯ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আগেরদিন মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের থকেতা এলাকায় বিক্ষোভ করার সময় ১ জন বেসামরিক নাগরিক নিহত ও ২জন আহত হন।

গত শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস ছিল। সেদিন রাজধানী নেপিদোতে সেনা কুচকাওয়াজের পরপরই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে কঠোর হস্তে দমণ করা হয়। একদিনেই মৃত্যু হয় ১১৪ জন বলে দাবি করেছে রয়টার্স। শুধু মান্দালয় শহরেই শিশুসহ অন্তত ৪০ জন ও ইয়াঙ্গুনে ২৭ জনের মৃত্যু হয়। বিক্ষোভ চলাকালীন এদিনই সবচেয়ে রক্তাক্ত দিন মিয়ানমার পার করেছে।

Translate »