Type to search

Lead Story আন্তর্জাতিক

ইরানের পদক্ষেপ নিয়ে মিসর ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ

মধ্যপ্রাচ্যে ইরানের ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সোমবার (৮ নভেম্বর) ওয়াশিংটন সফররত মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে সাক্ষাৎকালে এ উদ্বেগের কথা জানান তিনি। খবর আরব নিউজের। পরে যৌথ সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র ও মিসর এ অঞ্চলে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকা ও প্রভাব বিস্তারের প্রচেষ্টার ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ওয়াশিংটন সফর করছেন। তার এই সফরে দুই দেশের ‘কৌশলগত সহযোগিতার’ বিষয়ে আলোচনার কথা রয়েছে

সংবাদ সম্মেলনে লিবিয়া থেকে বিদেশী সেনাদের অপসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে এ ইস্যুতে কায়রোর ভূমিকার প্রশংসা করেন ব্লিঙ্কেন।

তিনি ডিসেম্বরে নির্ধারিত সময় অনুযায়ী লিবিয়ার নির্বাচনে গুরুত্বারোপ করেন।

এবিসিবি/এমআই

Translate »