Type to search

Lead Story আন্তর্জাতিক

ইমরান সরকারের পতন: পাকিস্তানের হাল ধরবে কে?

এক রকম নাটকীয়তার মধ্য দিয়েই ক্ষমতা হারালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হচ্ছে ইমরান খানকে। এখন প্রশ্ন একটাই  ইমরান খানের পর পাকিস্তানের হাল ধরবে কে? তবে তা নিয়েও শোনা যাচ্ছে নানা আলোচোনা। এমন আলোচনায় যার নাম সবার আগে আসছে তিনি হচ্ছেন পাঞ্জাব প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, এমন পরিস্থিতিতে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধীদলীয় নেতা ও পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। ইমরান খানের বিরুদ্ধে ১৭৪টি ভোট পড়ে শনিবারের (৯ এপ্রিল) ঐতিহাসিক অনাস্থা ভোটে। ইমরান সরকারের পতন হওয়ার পর প্রধান বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে অভিনন্দন জানান সদ্য স্পিকারের আসনে বসা আয়াজ সাদিক। ধারণা করা হচ্ছে এই শাহবাজই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন।

এদিকে শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটের পর তথা ইমরানকে গদিচ্যুত করার পর শাহবাজকে কিছু বলার অনুরোধ করা হয়। এসময় অ্যাসেম্বলিতে গলা উঁচিয়ে শাহবাজ বলেন, ‘আমি অতীতের তিক্ততায় ফিরে যেতে চাই না। আমরা তাদের ভুলে যেতে চাই ও সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা প্রতিশোধ নেব না ও অবিচার করব না।’

৭০ বছর বয়সী শাহবাজ জন্মগ্রহণ করেন লাহোরে। ধনী ব্যবসায়ী পরিবারের জন্ম নেওয়া শাহবাজ পড়াশোনা করেন পাকিস্তানেই। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দেন তিনি। জানা গেছে, বর্তমানে পাকিস্তানের একটি ইস্পাত কারখানায় যৌথ মালিকানা রয়েছে তার।

এবিসিবি/এমআই

Translate »