Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেনে হামলার আশঙ্কা এখনও প্রবল: প্রেসিডেন্ট বাইডেন

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার হামলার আশঙ্কা এখনও খুব প্রবল বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আবারও বলেছেন, ইউক্রেনে হামলা করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

গত মঙ্গলবার হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। খবর বিবিসির

বাইডেন বলেন, ‘সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার খুব ভালো খবর, তবে আমরা এখনো এর সত্যতা যাচাই করতে পারিনি। রাশিয়ার সেনা ইউনিটগুলো নিজ নিজ ঘাঁটিতে ফিরে যাচ্ছে কিনা, তা যাচাই করতে হবে।’

এদিকে ইউক্রেন বলেছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও দুটি ব্যাংকে সাইবার হামলা হয়েছে। এর আগেও ইউক্রেনের অনলাইন অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার ঘটনা ঘটে। এজন্য তখন রাশিয়াকে দায়ী করেছিল ইউক্রেন।

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বে আরও একটি উদ্বেগ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেনে প্রকাশ্যে হামলা না চালালেও দেশটিকে অস্থিতিশীল করে তুলতে পারে রাশিয়া।

এবিসিবি/এমআই

Translate »