Type to search

Lead Story আন্তর্জাতিক

ইউক্রেনকে ৬০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিচ্ছে আমেরিকা

ইউক্রেনকে ‘তাৎক্ষণিক সামরিক সহায়তা’ হিসাবে ৬০০ মিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা প্রদানের একটি আদেশের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আদেশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা আইনের কোনো বিধানের তোয়াক্কা না করেই ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত ‘ইউক্রেনকে অবিলম্বে সামরিক সহায়তা’ প্রদান করবে।

আদেশে আরও বলা হয়েছে, ‘প্রতিরক্ষা বিভাগের প্রতিরক্ষা নিবন্ধ এবং পরিষেবা এবং সামরিক শিক্ষা ও প্রশিক্ষণে আরও ৩৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।’

Translate »