Type to search

Lead Story রাজনীতি

আ’লীগের একটি অংশ দেশকে করায়ত্ত করেছে বললেন মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারকে সবাই মিলে হটাতে হবে। তাদেরকে হটাতে না পারলে অনাচার-অত্যাচার দূর হবে না। গণতন্ত্র না থাকলে স্বাভাবিকভাবে কোনো কিছুই সুন্দরভাবে চলতে পারে না। গণতন্ত্রকে হত্যা করে সেটাই প্রমাণ করেছে আওয়ামী লীগ। তারা স্বাধীনতার পরে বাকশাল প্রতিষ্ঠা করেছিলো, এখন আবার করেছে। জনগণের এই দেশকে আওয়ামী লীগের একটি অংশ করায়ত্ত করেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত ছিলেন। বাইবেল পাঠের পর বড়দিনের কেক কাটেন বিএনপি নেতারা। পরে তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান।

খন্দকার মোশাররফ বলেন, এখন ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। দেশের খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সকলে মিলে প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করে জনগণের কাছে দেশের মালিকানা ফেরত দিতে হবে।

বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ২৭ দফা রুপরেখা’র প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, সেখানে ১৬ নং দফায় আছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবে।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে এবং সুব্রত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেস্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »