Type to search

Lead Story আন্তর্জাতিক

আরও অস্ত্র না পেলে ইউক্রেনে অনন্তকাল রক্তস্নাত চলবে: প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি পশ্চিমাদের কাছে নতুন করে আরও অস্ত্র সহায়তা চেয়েছেন।

তিনি বলেছেন, যদি তাদের অস্ত্র না দেওয়া হয় তাহলে ইউক্রেনে অনন্তকাল রক্তস্নাত চলবে, মানুষের দুঃখ বাড়বে, কষ্ট বাড়বে ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।

নিজের টুইটারে প্রকাশিত সর্বশেষ ভিডিওতে এসব কথা বলেন জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়াকে ভারী অস্ত্রের সাহায্যে ইউক্রেন ছাড়া আর কেউ থামাবে না। আমাদের আর্টিলারি, যুদ্ধযান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের এ সাহায্য করতে পশ্চিমাদের সক্ষমতা আছে। অত্যাচারীদের বিরুদ্ধে শেষ যুদ্ধে জয় এবং সাধারণ মানুষের জীবন বাঁচানোর বিষয়টি তাদের ওপর নির্ভর করছে।

জেলেনস্কি আরও হুশিয়ারি দিয়ে বলেন, পোল্যান্ড, মলডোভা, রোমানিয়া ও  ব্যাল্টিক রাষ্ট্রগুলোতে হামলা করার ক্ষমতা রাশিয়ার আছে। যদি এবার রাশিয়া ইউক্রেনে জয় পায় এরপর এ দেশগুলোতে হামলা করবে।

এদিকে রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে ২৪ ফেব্রুয়ারি। ওই দিন থেকেই পশ্চিমাদের কাছে অস্ত্র সহায়তা চেয়ে আসছেন জেলেনস্কি।

এবিসিবি/এমআই

Translate »