Type to search

Lead Story আন্তর্জাতিক

আমেরিকা-ন্যাটো যুদ্ধে জড়ালে বিপর্যয়কর পরিণতি হতে পারে: রাশিয়া

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো অংশ নিলে বিপর্যয়কর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। বৃহস্পতিবার জেনেভায় নিরস্ত্রীকরণবিষয়ক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর এএফপির।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ও এর আশপাশের এলাকায় সংঘাতকে আরও উসকে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো নীতির কারণে তীব্র কৌশলগত হুমকি তৈরি হয়েছে। সশস্ত্র সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা বিপর্যয়কর পরিণতি হতে পারে। একই সঙ্গে পারমাণবিক শক্তিগুলোর সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে।

রিয়াবকভের বক্তব্য বর্জন করে সম্মেলনকক্ষ থেকে বেরিয়ে যান পশ্চিমা কূটনীতিকেরা। বেরিয়ে তারা ইউক্রেনের পতাকায় মোড়া একটি ম্যুরালের সামনে ছবি তোলেন।

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন ম্যানলি বলেন, যতক্ষণ না পর্যন্ত ইউক্রেন থেকে রাশিয়া ট্যাংক সরিয়ে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ইউক্রেনের সহকর্মীদের প্রতি সমর্থন জানিয়ে যাব। তাদের যুদ্ধ মানে আমাদের যুদ্ধ।

ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভেনিয়া ফিলিপেনকো বলেন, একে রাশিয়ার উসকানিবিহীন ও অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের প্রতি একাত্মতা দেখানোর অসাধারণ নিদর্শন বলে আমরা মনে করি।

এবিসিবি/এমআই

Translate »