Type to search

Lead Story আন্তর্জাতিক

আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়ছে অমিক্রনের নতুন ধরন

যুক্তরাষ্ট্রে অমিক্রনের নতুন উপধরন এক্সবিবি ১.৫ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শীতকালে যেহেতু করোনা রোগী বেশি আক্রান্ত হয় তাই  বিষয়টি ভাবিয়ে তুলেছে তাদের।

করোনার অন্য ধরন ও উপধরনগুলোর চেয়ে নতুন এই উপধরনের মানবদেহে প্রবেশ করার এবং রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি।

ভাইরাসটির সংস্পর্শে আসার পর দ্রুতই উপসর্গ দেখা দেয়। যাদের আগে করোনা সংক্রমণ হয়েছে বা যারা ইতিমধ্যেই করোনার টিকা নিয়েছেন, তাদের সংক্রমিত করার ক্ষমতাও এর অনেক বেশি। ফক্স নিউজ ডিজিটালকে ডা. মার্ক সিগেল ব্যাখ্যা দিয়ে বলেন, করোনার এই নতুন ধরনে প্রকৃতপক্ষে দুটি সাব-ভ্যারিয়েন্ট রয়েছে, একটি এক্সবিবি এবং এক্সবিবি ১.৫। এর মধ্যে এক্সবিবি ১.৫ বেশি সংক্রমক।

এদিকে যুক্তরাষ্ট্রে পাওয়া করোনার নতুন এই ধরনের সন্ধান মিলেছে ভারতেও। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশের দেহে এক্সবিবি ১.৫ ধরনের সন্ধান মিলেছে।

এবিসিবি/এমআই

Translate »