Type to search

Lead Story রাজনীতি

আমেরিকার নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জাজনক বললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, র‌্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জাজনক। দুর্ভাগ্য, এই অবস্থা তৈরি করেছে আওয়ামী লীগ। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে।

রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল জানান, এখন আর রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ। এখন দানবে পরিণত হয়েছে তারা। সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না, আমলারা দেশ চালান। গণতন্ত্রের বাইরে তারা দেশ পরিচালনা করছে।

দেশের জনগণ অতিষ্ঠ হয়ে ‘আওয়ামী লীগ’ শব্দকে এখন গালি হিসেবে ব্যবহার করে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

‘লজ্জা হয়, দুঃখ হয় সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী কথা বলেন কী ভাষায়। এটাই কিন্তু আওয়ামী লীগের আসল চেহারা।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, উনি এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। বাইরে থাকলে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলতেন তিনি। তা ভয় পায় সরকার। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাইরে যাওয়া দরকার। সরকার তাতে কর্ণপাত করছে না, উল্টো তারা শিষ্টাচারবিবর্জিত কথা বলছে।

তিনি জানান, বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে শুধু কথায় হবে না। যে আন্দোলন আমরা করছি তার গতিপ্রকৃতিকে আরও কঠোর করতে হবে। দুর্বার আন্দোলন করে মুক্ত করতে হবে।

এবিসিবি/এমআই

Translate »