Type to search

Lead Story রাজনীতি

আমাদের কাছে সার্চ কমিটি মূল্যহীন, অর্থহীন: মির্জা ফখরুল

বিএনপির পক্ষ থেকে নতুন গঠিত জাতীয় সার্চ কমিটির কাছে কোনও নাম প্রস্তাব দেওয়া হবে না বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। তিনি জানান, ‘আমাদের কাছে সার্চ কমিটি অর্থহীন, মূল্যহীন। গতবারের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা থেকে দেখেছি এটাতে কোন লাভ হয় না। নির্বাচন কমিশন গঠনে নাম দেওয়ার প্রশ্নই আসে না সার্চ কমিটির কাছে। আমাদের কাছে এর কোনো মূল্য নেই।’

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাসপাতালে বিএনপির নেতা আবদুল আজিজকে দেখতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ‘আমরা দেখছি বিশিষ্টজনের সাথে আলোচনা হচ্ছে, সার্চ কমিটি গঠন করা হচ্ছে, কিন্তু সার্চ কমিটিতে যারা আছেন অধিকাংশই আওয়ামী লীগ-সমর্থিত তারা। এমনও একজন আছেন যিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নমিনেশন নিয়েছিলেন।’

নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক রবিবার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে রাতেই ইসি গঠনে রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে দিতে বলা হয়েছে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা।

এবিসিবি/এমআই

Translate »