Type to search

Lead Story জাতীয় বাংলাদেশ

আবহাওয়া খারাপ থাকায় ঢাকা বিমানবন্দরে নামতে পারেনি সাতটি ফ্লাইট

আবহাওয়া খারাপ থাকায় ঢাকা বিমানবন্দরে নামতে পারেনি সাতটি ফ্লাইট

আবহাওয়া অনুকূলে না থাকায় এবং ঘন কুয়াশার কারণে ভোররাত থেকে আজ সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত সাতটি বিমান অবতরণ করতে পারেনি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক উইং কমাণ্ডার শাহেদ আহমেদ খান জানান, “ভোররাত থেকে সাতটি বিমান অবতরণ করতে পারেনি। এছাড়া আবহাওয়া খারাপ থাকায় বেশ কিছু ফ্লাইট সূচী অনুযায়ী সময়মত ছাড়তে এবং অবতরণ করতে পারেনি।”

অবতরণ করতে না পারা বিমানগুলোর কয়েকটি ভারত ও মিয়ানমারে গিয়ে অবতরণ করেছে বলে জানা গেছে।

এই ফ্লাইটগুলোতে থাকা ১,০০০ থেকে ১,২০০ যাত্রীকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলোর সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন মি. খান।

কত দ্রুত ফিরতে পারে বিমানগুলো?

অবতরণ করতে না পারা বিমানগুলো কবের মধ্যে ফিরে আসতে পারবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা দিতে পারেননি বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক।

“আমাদের নিয়মিত ফ্লাইটগুলোর অনেকগুলো ওঠানামায় বিলম্ব হয়েছে। এখনও বেশ কিছু ফ্লাইট ডিলে রয়েছে। এখন আবহাওয়া পরিষ্কার হওয়ার পর এই সব ফ্লাইট যদি একসাথে নামতে চায় এবং সূচীতে থাকা নিয়মিত ফ্লাইটও সামাল দিতে হয়, তখন বিমানবন্দরে একটা সাময়িক চাপ তৈরি হতে পারে”, বলেন শাহেদ আহমেদ খান।

“এয়ারলাইনস কর্তৃপক্ষগুলোও চাইবে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদের লক্ষ্যে পৌঁছে দিতে যেহেতু এটা বেশ খরচসাপেক্ষ একটা বিষয়। কারণ গন্তব্যে অবতরণের আগ পর্যন্ত তাদের যাত্রীদের থাকা-খাওয়া ও দেখাশোনার দায়িত্ব এয়ারলাইন্সের।”

মি. খান বলেন এই সংকট যেন তৈরি না হয় তা নিশ্চিত করতে এয়ারলাইন্সগুলোর সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

গত কয়েকদিন ধরে বাংলাদেশে নিয়মিত কুয়াশা থাকায় বিমান চলাচলে, বিশেষ করে উড্ডয়নে ও অবতরণে, বিঘ্ন ঘটছে। এর ফলে বিমানের যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি বিমানবন্দর কর্তৃপক্ষও চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।

 বিবিসি

Translate »