Type to search

Lead Story জাতীয় সারাদেশ

আজ বিশ্ব ইজতেমার ১ম পর্ব শুরু

জেলা প্রতিনিধিঃ আম বয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে।

ইজতেমা আয়োজক সূত্রে জানান, পাকিস্তানের মাওলানা জিয়াউল হক বাদ ফজর থেকে উর্দুতে আম বয়ান শুরু করেন। তার এ বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শুনানো হয়।

দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে ইজতেমা ময়দানে। বেলা দেড়টার দিকে জুমার নামাজ অনুষ্ঠিত হতে পারে। মাওলানা জুবায়ের আহমদ এ নামাজে ইমামতি করবেন বলে জানা গেছে।

বৃহত্তর এ জুমার নামাজে শরিক হতে গাজীপুর, ঢাকাসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন।

দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক পথ, রেলপথ ও নৌপথসহ সব পথেই মুসল্লিদের কাফেলা টঙ্গীর ইজতেমা ময়দানে এসেছেন।

মঙ্গলবার থেকে আসতে থাকা মুসল্লিদের ঢল শুক্রবারও রয়েছে। আজ পবিত্র জুম্মার নামাজে লাখ লাখ মুসল্লি এক সঙ্গে জুমার নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। শুক্রবার ছুটির দিন থাকায় গাজীপুরসহ আশপাশের অঞ্চল গুলো থেকে থেকে বিপুল সংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় করতে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন।

এ বছর প্রথম পর্বে চটের বিশাল সামিয়ানার নিচে মুসল্লিদের তিল ধরার ঠাঁই নেই। এছাড়া বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের অনেকে মূল প্যান্ডেলের বাইরে খোলা স্থান ও সড়কের পাশে ফুটপাতে পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন। আজ জুমা বার হওয়ায় জুমার নামাজ আদায় করার সুযোগ পাবেন লাখ লাখ মুসল্লি।

সকাল থেকে টঙ্গী ও এর আশপাশের লোকজন ইজতেমায় বৃহত্তর জুমার নামাজের জামাতে অংশ নিতে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। শুক্রবার বাদ ফজর থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকার ইবাদত বন্দেগীতে টঙ্গী এখন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে।

হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হলো এ বিশ্ব ইজতেমা। ইসলামের দাওয়াতী কাজ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য জামাতবদ্ধ হয়ে বিশ্ব ইজতেমা থেকেই দাওয়াতি কাজে বের হন।

এবিসিবি/এমআই

Translate »