আজ থেকে করোনাভাইরাসের বুস্টার ডোজ শুরু

চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনার ভ্যাকসিনের বুস্টার ডোজের প্রাথমিক ট্রায়াল কার্যক্রম শুরু হচ্ছে আজ।
আজ রবিবার দুপুর ১২টায় মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএসএ) বুস্টার ডোজের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানস্থলেই সাংবাদিকদের বুস্টার ডোজের বিস্তারিত তথ্য ও পরিকল্পনা জানাবেন তিনি।
ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, প্রাথমিক পর্যায়ে খুব বড় করে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে না। যেকোনো টিকার ক্ষেত্রেই আমরা শুরুতে সতর্কতামূলকভাবে কিছু জনগোষ্ঠীকে দিয়ে শুরু করি। এরপর কিছুদিন পর্যবেক্ষণের পর বড় আকারে শুরু করি।এমনটা হতে যাচ্ছে বুস্টার ডোজের ক্ষেত্রেও।
তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামীকাল থেকে দেশে কোভিড-১৯ বুস্টার ডোজ শুরু হবে। তার নির্দেশনা অনুসারে আমরা বেশ কিছুদিন আগে থেকেই এটি নিয়ে কাজ করছিলাম।
এবিসিবি/এমআই