আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীন নয়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে কোনো আগ্রহ নেই বিএনপির। আমাদের কাছে এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কোনো কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না আওয়ামী লীগ সরকারের অধীনে। এটা জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে প্রমাণ হয়েছে।
একই সঙ্গে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা সরকারের পছন্দের লোক দাবি করে তিনি জানান, তারা সবাই আওয়ামী লীগের অনুগত। তাদের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি।
নির্বাচন কমিশন গঠনের পর শনিবার (২৫ ফেব্রয়ারী) সন্ধ্যায় দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম জানান, আমাদের বক্তব্য স্পষ্ট, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করবে ওই সরকার। তার অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে তাতে আমরাসহ সব দল অংশগ্রহণ করবে।
এবিসিবি/এমআই