আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাসীদের দাপটে ভেঙে পড়েছে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্ত্রাসীদের দাপটে ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার এবং তাদের নির্বিকার ভূমিকার কারণে সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে।
রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঈদের ছুটিতে মানুষের প্রাণহানির কয়েকটি ঘটনা তুলে ধরে এসব কথা বলেন তিনি।
রিজভী আরও বলেন, বর্তমান সামাজিক অবক্ষয় এতটাই বেড়েছে, ক্ষমতার আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা দানবদের আক্রমণে কেউ রেহাই পাচ্ছে না। বিশেষ করে এই সমাজে নারীদের জীবনের যেন কোনো মূল্যই নেই। এমনই এক দুঃসময় চলছে; যখন বোনকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে তরুণ খুন হয়। পিতা-মাতা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের কবলে পড়ে জীবন হারায়।
তিনি বলেন, জেলায় জেলায় ক্ষমতার ছত্রছায়ায় বখাটেদের উৎপাত। কয়েক বছর আগে বরগুনার নয়ন বন্ডের কথা আমরা জানি, এবার ভোলায় ০০৯ নামে এক ভয়াল গ্যাংয়ের নাম শুনছি। সর্বত্র মানবাধিকার আজ বিপন্ন। শুধু বিরোধী দলের কর্মসূচি বানচাল করা, সহিংস আক্রমণ চালানো, বিরোধী দলের নেতাকর্মী ও স্বাধীন মত প্রকাশকারীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করার কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছে বলেই আজ সমাজে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে।
রিজভী বলেন, চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের জয়জয়কার। মন্ত্রী ও প্রভাবশালী দলের নেতারা জড়িত থাকায় এই সিন্ডিকেট প্রচণ্ড শক্তিশালী।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।-সমকাল
এবিসিবি/এমআই