Type to search

Lead Story অস্ট্রেলিয়া আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় লকডাউন বিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক ২১৮

অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ সংক্রমণ রোধে দেওয়া লকডাউনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। তাদের থামাতে গিয়ে দেশটির পুলিশ সংঘর্ষে জড়িয়েছে। মেলবোর্ন ও সিডনির মতো প্রধান শহরগুলোতে এ ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে কয়েকশ আন্দোলনকারীকে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মেলবোর্নে আন্দোলনকারীদের ওপর পেপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ। আন্দোলনে চার হাজারেরও বেশি মানুষ যোগ দিয়েছিল। সেখান থেকে ২১৮ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত সাত পুলিশ কর্মকর্তা।

এদিকে, সিডনিতে লকডাউন আরও ১ মাস বৃদ্ধি করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসে নতুন করে একদিনে ৮২৫ জনের কোভিড  আক্রান্ত হওয়ার পরে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সিডনি ওই প্রদেশের রাজধানী। শহরে লকডাউন বিরোধীদের সমাবেশ যদিও খুব বেশি বড় হয়নি। সেখানে মাত্র ২৫০ জনের উপস্থিতি ছিল বলে জানিয়েছে পুলিশ।

তবে আন্দোলনকারীরা পুলিশের কমিশনাল মাল ল্যানিয়নের ওপর হামলা করায় অন্তত ৪৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া কুইনসল্যান্ডের রাজধানী ব্রিসবেনে দুই হাজারের বেশি মানুষ আন্দোলন করেছে। তবে এই সমাবেশটি শান্তিপূর্ণ ছিলো।

Translate »