অর্থ আত্মসাতের অভিযোগে ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র পরিচালক রফিবুল আটক
প্রতারণার মধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে অনলাইন টিকিটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকেটি ডটকমে’র (www.24tkt.com) পরিচালক মো. রফিবুল হাসানকে আটক করেছে সিআইডি। গত সোমবার (৪ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) তাকে আটক বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
আজাদ রহমান জানান, রফিবুলের বিরুদ্ধে ৩ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। মো. মুসা মিয়া সাগর নামে এক ব্যক্তি উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। মামলায় আসামি হিসেবে প্রতিষ্ঠানটির মালিক মো. আব্দুর রাজ্জাক, সাবেক সিইও প্রদ্যোত বরণ চৌধুরী ও মো. রাকিবুল হাসান, পরিচালক (ফিন্যান্স) মো. আসাদুল ইসলাম, এম. মিজানুর রহমান সোহেল, আব্দুর রাজ্জাকের বোন মোসা. নাসরিন সুলতানার নাম উল্লেখ ও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
তিনি বলেন, গত সোমবার চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারে পরস্পর যোগসাজশের মাধ্যমে আসামিরা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করেন বলে অভিযোগ আনা হয়। রাফিবুল হাসানকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজাদ রহমান আরও বলেন, এর আগে ২০২১ সালের মে মাসে লাপাত্তা হয়ে যায় অনলাইন ট্রাভেল এজেন্সিটি। প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ রয়েছে ২০ কোটি টাকা। মে মাসেই তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি জিডি করেন ২০ ভুক্তভোগী প্রবাসী। এছাড়াও প্রতারণার অভিযোগে জিডি করেন আইকন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম নামে এক ব্যক্তিও।
২০১৯ সালের মে মাসে অনলাইন টিকিটিং এজেন্সি ২৪ টিকেট ডটকম (www.24tkt.com) যাত্রা শুরু করে। রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএইচএম শফিকুজ্জামান। তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিল, বিডি টুরিস্টের সহযোগী প্রতিষ্ঠান তারা। বিডি টুরিস্টেরও একক মালিকানায় রয়েছেন মো. আব্দুর রাজ্জাক।
প্রতিষ্ঠানটির সিইও প্রদ্যোতবরণ চৌধুরী গত ডিসেম্বরে চাকুরি থেকে অব্যাহতি নিয়ে দুবাই চলে যান।
এবিসিবি/এমআই