Type to search

Lead Story আন্তর্জাতিক

অবৈধভাবে ইরানকে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবৈধভাবে ইরানকে হুমকি দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি। শনিবার (২৮ আগস্ট) তিনি এসব বলেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বাইডেন বলেছিলেন, তেহরানের সঙ্গে পারমাণবিক কূটনীতি ব্যর্থ হলে তিনি অন্যান্য বিকল্প বিবেচনা করতে পারেন। এই বক্তব্যের প্রেক্ষিতে শামখানি বলেছেন, ‘অন্যান্য বিকল্প’ ব্যবহারের উপর জোর দেওয়া অন্য দেশকে অবৈধভাবে হুমকি দেওয়ার মতো।

গত শুক্রবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটেকে বাইডেন বলেন, ইরানের পরমাণু কর্মসূচিকে লাগাম টানতে তিনি ‘কূটনীতি’ প্রথমে রাখছেন। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয় তবে তিনি অন্যান্য অনির্দিষ্ট বিকল্পের দিকে যেতে প্রস্তুত হবেন।

এ মাসেই জাতিসংঘের এক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছিল, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ত্বরান্বিত করেছে। তেহরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে উভয় পক্ষই আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা করছে। এসময় এমন পদক্ষেপ উত্তেজনা বাড়িয়েছে।

Translate »