Type to search

Lead Story রাজনীতি

অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে কঠিন হয়ে পড়ছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী কৃষক দলের জাতীয় সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বিএনপি মহাসচিব জানান, ২-৩ দিন আগে আরো ছয় মাস তার সাজা স্থগিত করছে বলছে। কোথায় সাজা স্থগিত করছে। আপনারা তাকে (খালেদা জিয়া) গৃহবন্দি করে রেখেছেন। তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে চেয়েছেন কিন্তু তা আপনারা দেন নাই। আপনারা বাংলাদেশে রেখেই চিকিৎসা করতে বলছেন তার। যেখানে দিনে দিনে চিকিৎসা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে তার।

ফখরুল আরও বলেন, আমরা অবিলম্বে বেগম জিয়ার মুক্তি চাই। মুক্তি দিতে হবে নিঃশর্তভাবে। আমাদের যেসব নেতা-কর্মী বন্দি আছেন তাদের সকলের মুক্তি চাই আমরা। নেতা-কর্মীদের বিরুদ্ধে করা ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমিরুজ্জামান শিমুল, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, খায়রুল কবির খোকন, শহিদুল ইসলাম বাবুল, অনিন্দ্র্য ইসলাম অমিত, আবদুল খালেক, তাঁতী দলের আবুল কালাম আজাদ, মতস্যজীবী দলের আবদুর রহিম ও ছাত্র দলের ইকবাল হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

Translate »