সর্বজনীন নজরুল
পুলক হাসান
কাজী নজরুল ইসলাম এমন একজন কবি জীবন ও সংগ্রামী চেতনায় যার প্রয়োজন সর্বজনীন। খাঁটি এক প্রলেতারিয়েত কবি তিনি। আপামর মানুষ তার কবিতায় মুগ্ধ ও আলোড়িত।
নজরুলের দুই প্রধান সমালোচক মোহিতলাল মজুমদার ও কাজী আবদুল ওদুদ সেই নির্ণয় করে গেছেন। বলা হয় মোহিতলাল মজুমদারের হাতেই নজরুল প্রতিভার সঠিক উন্মোচন সম্ভব। কিন্তু কাজী ওদুদের মতে, নজরুল সমাজ ও জাতির প্রতিনিধি। আর মোহাম্মদ ওয়াজেদ আলীর মতে, নজরুল জন্ম না নিলে বাংলাভাষী মুসলিম সমাজের আজকের অগ্রগতি এক শতাব্দী পিছিয়ে থাকত। ফলে ভারতবর্ষের সাহিত্য ও সামাজিক বিকাশের ধারায় নজরুল যে ছিলেন বাংলা ভাষাভাষি মুসলিম সমাজের যথার্থ প্রতিনিধি এবং হিন্দু-মুসলিম ঐক্য চেষ্টার কান্ডারি একথা অস্বীকার করার উপায় নেই। তবে শুধু চিন্তা-চেতনায়ই নয় ভাষা ও রুচির দিগন্ত উন্মোচনের তিনি স্বতন্ত্র এক পথিকবর।
বাংলা কবিতার রাজত্বে মাইকেল মধুসূদন ও রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম –এই ত্রিবেণীর মধ্যে নজরুল ভিন্নতর এ কারণে যে, তিনি আধুনিক বাস্তবতায় বিশ্বরুচির পরিচয় দিলেও মনে প্রাণে ছিলেন বাঙালী জাতীয়তাবাদের ধারক। এ অনার্য দেশের খাঁটি অনার্য এক কবি। অন্যদিকে মধ্যযুগীয় রাজতন্ত্র উচ্ছেদ করে আধুনিক বাংলা ভাষার জন্মদাতা দুই প্রধান ভাষা বিপ্লবী মধুসূদন ও রবীন্দ্রনাথ ভাষা ছন্দে নতুন যুগস্রষ্টা ও বিপ্লবী হয়েও সর্বভারতীয় আর্যবাদী ও ইউরোপীয় রেনেসাঁসের মানস-সন্তান। সেক্ষেত্রে উদার, সংস্কারমুক্ত নজরুল জড়ত্বের বিরুদ্ধে সংগ্রামশীল মানুষের জন্য একাই একটি স্বপ্নবিশ্ব। বাংলা সাহিত্যে তাঁর আবির্ভাব নতুন এক দিগন্ত উন্মোচন। শুধু গান কবিতা নয়, নজরুলের সাহিত্য কর্মপরিধি আরও বিস্তৃত। গান কবিতা ছাড়া তিনি একাধারে গল্পকার ঔপন্যাসিক প্রাবন্ধিক গীতিকার সুরকার, সংগীত ও চলচ্চিত্র পরিচালক, অভিনেতা এমনকি পত্রিকার সুসম্পাদকও। যদিও সবকিছু ছাপিয়ে কবি তথা ‘বিদ্রোহী কবি’ হিসেবেই ব্যাপকভাবে উল্লেখযোগ্য। তবে তার জন্য তাঁকে ‘ক্ষণকালের দামা মার কবি’ বলে উড়িয়ে দেয়ার সুযোগ নেই।
নজরুল প্রকৃত অর্থে বাংলা ভাষার বড় কবি। এটা প্রমাণ করেছেন বিশিষ্ট নজরুল গবেষক ও সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ। তিনি নজরুলের কবিতার মধ্যে তিনটি ধারা উন্মোচন করেছেন। এক-স্বপ্নলোকচেতনা, দুই-লোকায়ত উন্মেষ, তিন-ইসলামী চেতনা। এই তিন ধারায় জীবনানন্দ, ফররুখ আহমদ ও সুকান্তের মতো স্বতন্ত্র উজ্জ্বল কবি তাঁর প্রভাবিত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
জন্ম: ২৫ মে ১৮৯৯-মৃত্যু: ২৯ আগস্ট ১৯৭৬