স্কোপাস র্যাংকিংয়ে বিশ্বসেরার তালিকায় বাকৃবির ১০ গবেষক
স্কোপাস র্যাংকিংয়ে বিশ্বসেরার তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ গবেষকের নাম উঠে এসেছে। ২০২৪ সালে মানসম্মত জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের সংখ্যার ভিত্তিতে তালিকায় স্থান পেয়েছেন বাকৃবির ৯ শিক্ষক ও এক সাবেক শিক্ষার্থী।
মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন। গবেষকদের গবেষণাপত্র মানসম্মত জার্নালে প্রকাশনার ওপর ভিত্তি করে প্রতিবছর র্যাংকিং প্রকাশ করে স্কোপাস ইনডেক্স জার্নাল।
এ বছর জানুয়ারিতে প্রকাশিত স্কোপাসের তথ্যানুযায়ী বাকৃবির সেরা গবেষকের স্বীকৃতি পেয়েছেন মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। অন্য গবেষকেরা হলেন-একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক, মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন ও অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম, কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের বাকৃবির সাবেক ছাত্র ইমরান হোসাইন এবং অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। ভবিষতেও এমন অর্জন অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়ার।
-যুগান্তর