Type to search

শিক্ষা

মৃত শিক্ষক সামছ আরা জাহানকে বদলি করলো শিক্ষা মন্ত্রণালয়!

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের২৭তম ব্যাচের কর্মকর্তা সামছ আরা জাহান ৪ মাস আগে মারা গেছেন। অথচ গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  তাকে বদলি করা হয়েছে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে। মৃত শিক্ষক জাহানকে বদলি করার ঘটনায় শিক্ষা ক্যাডারে কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) ছিলেন সামছ আরা জাহান। সেখানে চাকরিরত অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হন তিনি। পরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে (মাউশি) তাকে সংযুক্তি দেওয়া হয়। মাউশিকে ওএসসি ও সংযুক্ত থাকা অবস্থায় চলতি বছরের ১২ মে তিনি মৃত্যুবরণ করেন।

মারা যাবার ৪ মাস পর সামছ আরা জাহানকে গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুরের সদরপুর সরকারী কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে শিক্ষা মন্ত্রণালয় বদলি করেছে। সরকারি কলেজ-১ শাখা থেকে স্বাক্ষরে এ আদেশ জারি করেন উপ-সচিব ফরহাদ হোসেন।

সামছ আরা জাহানের স্বামী বিসিএস অডিট ক্যাডারের কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, আমার স্ত্রী ক্যান্সারে ভুগে গত ১২ মে মারা যান। নিয়ম অনুযায়ী আমি স্ত্রীর মৃত্যুর বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে লিখিতভাবে জানিয়েছি। মাউশি থেকে গত ৬ জুলাই ল্যাম্পগ্র্যান্ট ইতিমধ্যে আমার স্ত্রীর মঞ্জুর করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, প্রেষণ, মৃত ও পিআরএল এ থাকা কর্মকর্তাদের বদলি করা হয়ে থাকলে তা খুবই দুঃখ ও লজ্জাজনক কাজ হয়েছে। মাউশির দেওয়া তালিকা অনুযায়ী আমরা বদলি করেছি।মাউশির সঠিক তথ্য দিয়ে সরকারকে সহযোগিতা করা দায়িত্ব ছিল।

Translate »