Type to search

শিক্ষা

বেড়াতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কয়েকজন বন্ধু মিলে নদীর পাড়ে বেড়াতে গিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরের সদরঘাট থানার ফিরিঙ্গিবাজার অভয়মিত্র ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফিরিঙ্গিবাজার আলকরণ এলাকার ঝন্টু দেবের ছেলে অঙ্কন দেব (১৬) ও একই এলাকার দুদুল দাশের ছেলে জয়ন্ত দাশ (১৬) । মৃত্যু দু’জনই নবম শ্রেণির ছাত্র। এদের মধ্যে জয়ন্ত আলকরণ স্কুলের এবং অঙ্কন জেএমসেন স্কুলের ছাত্র ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ‘বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ৫-৬ জন বন্ধু মিলে নদীর পাড়ে বেড়াতে যায়। এসময় কর্ণফুলী নদীর নেভাল-২ এলাকার ঘাটে তারা পানির কিছুটা উপর করে পা ঝুলিয়ে বসেন। এসময় ১জনের জুতা পানিতে পড়ে যায়। সেই জুতা তুলতে গিয়ে প্রথমে ১জন পানিতে ডুবে যায়। বন্ধুকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যায় আরেক বন্ধুও। সাঁতার না জানায় একপর্যায়ে ২জনই পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত ঘোষণা করেন।’

জানা গেছে, মৃত্যু জয়ন্ত দাশের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। অঙ্কনের বাড়ি বোয়ালখালী উপজেলার সর্বাতলী গ্রামে। ২ জনই নগরের ফিরিঙ্গিবাজার আলকরণ ওয়ার্ডে পরিবারের সাথে থাকতেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী বলেন, একবন্ধুকে ডুবে যেতে দেখে অপরবন্ধু উদ্ধার করতে যায়। একপর্যায়ে ২ জনই পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে ২জনের মরদেহ। ২ ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো আলকরণ এলাকায়। তাদের বাবা-মা ও স্বজনরা ছেলেদের হারিয়ে বাকরুদ্ধ।

Translate »