Type to search

বাংলাদেশ শিক্ষা

জাবিতে রাতভর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাতভর থেমে থেমে হামলার পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালের দিকে পরিস্থিতি শান্ত হয় বলে জানা যায়।

জানা যায়, সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের দেড়শতাধিক নেতাকর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলেও তা আরও ঘোলাটে আকার ধারণ করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ছাত্রলীগকে পিছু হটালেও এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশের ছোড়া টিয়ারশেল ও গুলিতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহাঙ্গীরনগরের ভয়াল পরিস্থিতির বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাত ১২টা ৩৮ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে জানান, সাংবাদিকদের ওপর পেট্রোল বোমা ছুঁড়ে বহিরাগতরা। আতঙ্কে তারা পুকুরে বসে ছিলেন। হামলাকারীরা সাংবাদিকদেরও ছাড় দেয়নি। কেউ কেউ জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়েন। অনেকেই আতঙ্কে দিশেহারা হয়ে পড়ে। এ সময় মোবাইল ফোনে কথা বলার মতো অবস্থায় ছিলেন না বলে জানান উজ্জল।

প্রায় একইসময়ে জেইউ ইনসাইডার নামের একটি ফেসবুক পেজের পোস্টে বলা হয়, ‘এমন ভয়াল কালোরাত জাহাঙ্গীরনগরের জীবনে হয়তো আর আসেনি।’ ওই পেজ থেকে ক্যাম্পাসের সংঘর্ষের চিত্র লাইভের মাধ্যমে প্রচার করা হচ্ছিলো।

এবিসিবি/এমআই

Translate »