এইচএসসির ফল প্রকাশ হতে পারে রোববার

করোনা মহামারীর কারণে পরীক্ষা ছাড়া ফল ঘোষণার আইনি বাধা কেটে যাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হতে পারে আগমী রোববার।
এ মাসের (৩১ জানুয়ারি) মধ্যে ফল ঘোষণার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
রেওয়াজ অনুযায়ী, প্রধানমন্ত্রীর কাছে শিক্ষামন্ত্রী ফলাফল হস্তান্তরের পর ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ৩০ জানুয়ারি বা ৩১ জানুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে রবিবার ফল প্রকাশ করা হবে।
করোনাভাইরাসের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ফলে এইচএসসির ফলাফল প্রস্তুত, প্রকাশ ও সনদ বিতরণের ক্ষমতা শিক্ষা বোর্ডগুলোকে দিয়ে গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) গেজেট প্রকাশ করেছে সরকার।