Type to search

অপরাধ শিক্ষা সারাদেশ

অর্থলোভে শিক্ষকের প্রশ্নফাঁস নকলও হচ্ছে অবাধে

জেলা প্রতিনিধিঃ চলমান এসএসসি পরীক্ষার ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এঘটনায় কেন্দ্র সচিবসহ ৩ শিক্ষককে আটক হয়েছে।  বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এসএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

প্রশ্নফাঁসে বিজি প্রেসের কর্মচারী নন, জড়িত সরাসরি কেন্দ্র সচিব। তিনি আর কেউ নন, স্কুলের প্রধান শিক্ষক। প্রশ্নপত্র সংরক্ষণের প্রধান দায়িত্ব যার হাতে। অথচ একটি-দুটি নয়, তিনি নিজেই ৭টি বিষয়ের প্রশ্নফাঁস করেছেন।

অনৈতিক উদ্দেশ্যে এসব প্রশ্নের উত্তরপত্র প্রস্তুত করে তা ১৫-২০ হাজার টাকায় বিক্রিও করেছেন। নজিরবিহীন এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে। আলামত জব্দসহ ৩ জন শিক্ষককে হাতেনাতে আটকও করা হয়েছে। এ ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ড ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরে চলমান এসএসসি পরীক্ষার গণিত (১০৯), পদার্থ বিজ্ঞান (১৩৬), কৃষিবিজ্ঞান ( ১৩৪) এবং রসায়ন (১৩৭) বিষয়ের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »