Type to search

বিনোদন

রামমন্দির নয়, করোনার ভ্যাকসিন প্রয়োজন: জনপ্রিয় অভিনেতা দেব

সম্প্রতি অযোধ্যার রামজন্মভূমিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে রামমন্দির নির্মাণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের ঘাটালের তৃণমূল সংসদ সদস্য ও জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।

তিনি বলেন, ‘এই মহাসংকটকালে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনাভাইরাসের ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে এখন কোনটা প্রয়োজন।’

এই জনপ্রিয় অভিনেতা দেব আরও বলেন, ‘আমাদের কারো কাছে এটি বিরোধী দল বা দল বলে কথা না এই করোনা পরিস্থিতিতে। মোদিজিকে ভালো লাগে আমার কাছে। পুরো ভারতজুড়ে তার যত অনুসারী আমি তার প্রশংসা ও শ্রদ্ধা করি। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শুধু আমি না, কোনো বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করা হয়, সেও বলবে আগে মন্দির নয়, এখন ভ্যাকসিন প্রয়োজন।’

গত বুধবার (৫ আগস্ট) দিনক্ষণ, শুভলগ্ন মেনে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মোদি। মন্দিরের প্রথম ইট গাঁথেন প্রধানমন্ত্রী মোদি। এসময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। এ মন্দির নির্মাণে আনুমানিক ৩০০ কোটি রুপি ব্যয় হবে।

Translate »