Type to search

বিনোদন

ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির বিনম্র শ্রদ্ধা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ফেরদৌস, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় চিত্রনায়িকা নিপুণ আক্তারও উপস্থিত ছিলেন।

শিল্পী সমিতির প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসাথে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

এবিসিবি/এমআই

Translate »