Type to search

বিনোদন

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন মারা গেছেন

বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী মৃত্যুবরণ করেছেন। রবিবার (৯ আগস্ট) রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আলাউদ্দিন আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেয়ে সংগীত শিল্পী আলিফ আলাউদ্দিন।

এর আগে গত শুক্রবার রাত থেকেই বিশিষ্ট এই সুরকারের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। গত শনিবার (৮ আগস্ট) ভোরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারও আগে টানা ৩মাস থাইল্যান্ডে ক্যানসারের চিকিৎসা শেষে চলতি বছরের জানুয়ারিতে দেশে ফেরেন তিনি। এরপর থেকে তার কিছুটা স্থিতিশীল ছিলো শারীরিক অবস্থা।

সুরকার আলাউদ্দিন আলী এ পর্যন্ত ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা ৩বার পুরস্কৃত হয়ে সংগীত পরিচালক হিসেবে তিনি রেকর্ড গড়েছিলেন। যে রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ।

তিনি ১৯৭৫ সাল থেকে সংগীত পরিচালনা করে বেশ প্রশংসিত হন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’ এবং ‘যোগাযোগ’ চলচ্চিত্রের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে আলাউদ্দিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৮৫ সালে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এ ছাড়া খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে তিনি সংগীত পরিচালনা করেছেন।

গুণী আলাউদ্দিন বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার তিনি। ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে তার জন্ম হয়। তার পিতার নাম ওস্তাদ জাদব আলী ও মায়ের নাম জোহরা খাতুন।

Translate »