ফুরফুরে মেজাজে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা
বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। বছরের শুরু থেকেই কাজের মধ্যেই ডুবে রয়েছেন তিনি। তবে বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন পূর্ণিমা।
তিনি বলেন, ‘আমি তো আসলে পর্দার জন্যই কাজ করেছি। সেখান থেকে নতুন এই ওটিটি প্লাটফর্মের জন্য করা এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। এ মাসেই ওয়েব ফিল্মের কাজটি শেষ হবে। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
ওটিটি প্লাটফর্মে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্লাটফর্মটা আমার জন্য নতুন। কারণ, এবারই প্রথম কাজ করছি। সে অর্থে এখনও কোনো অভিজ্ঞতা নেই। মুন্সিগিরি দিয়েই আসলে শুরু করতে যাচ্ছি। দেশীয় অ্যাপসে দর্শক যদি দেখে তা হলে আমার মনে হয় এটারও ভবিষ্যৎ ভালো।’
বহুল আলোচিত ‘গাঙচিল’ সিনেমার কাজ নিয়ে পূর্ণিমা বলেন, ‘এই ছবির কাজ প্রায় শেষের পথে। শিগগিরই এই ছবির কাজ শেষ হয়ে যাবে। এদিকে মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। এই শোয়ের মাধ্যমে আড়াই বছর পর আবারও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। পূর্ণিমা বলেন, ‘আবারও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাওয়াটা আমার জন্য সম্মানের।’