Type to search

সম্পাদকীয় ও মতামত

মেজর সিনহাকে গুলি করে হত্যার নির্দেশদাতা টেকনাফ থানার ওসি প্রদীপ সাহা

মেজর সিনহাকে গুলি করে হত্যার নির্দেশদাতা টেকনাফ থানার ওসি প্রদীপ সাহা, ২০১৮ সালের ১৯ অক্টোবর ওসি হিসেবে টেকনাফে যোগদান করেন। গত দুই বছরে শুধু টেকনাফে ১৪৪টি কথিত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। আর এসব বন্দুকযুদ্ধের নামে ওসি প্রদীপ কুমার ২০৪ জনকে গুলি করে হত্যা করেছে।
মূলত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীর ট্যাগ লাগিয়ে নিরীহ এবং অনেক ধনাঢ্য লোকজনকে থানায় ধরে নিয়ে মোটা অংকে অর্থের জন্য চাপ প্রয়োগ করে। যারা টাকা দিতে পারে না তাদেরই কপালে জুটে ক্রসফায়ারের নামে নির্মম মৃত্যু।
অভিযোগ আছে অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে খুশী হতে না পেরে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাদেকে খুন করেছে ওসি প্রদীপ।
এই ওসি প্রদীপের নামে ইয়াবা আত্মসাৎতের মামলা চলমান আছে।
(তথ্যসূত্র ইনকিলাব)
জাওয়াদ নির্ঝরের ফেসবুক থেকে নেয়া
Tags:

You Might also Like

Translate »