Type to search

মিডিয়া সম্পাদকীয় ও মতামত

জয় হবেই সাংবাদিক রোজীনা ইসলামের

স্বপ্না গুলশান:

প্রথম আলোর সাহসী সাংবাদিক রোজীনা ইসলামের মতো আমার ও এমন দশা হয়েছিল বেশ কবার । শিক্ষামন্ত্রনালয়ের বিভিন্ন শাখা প্রশাখার দুর্নীতির খবর ধারাবাহিক ভাবে একুশে টেলিভিশনে প্রচার করার সময়ে এমনই দুরনীতিবাজদের আক্রমনের সম্মুখীন হয়েছিলাম আমি। সবখান থেকে কৌশলে নিজেকে ও ক্যামেরা পারসন কে বাঁচাতে পারলে ও ঢাকার নীলক্ষেত বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যান কাজে নিয়োজিত যে প্রতিষ্ঠান সেখানকার দুর্নীতিবাজ কর্মকর্তা ও পিএনশ্রেনীর ক্যাডার/ মাস্তানদের হাত থেকে রেহাই পাইনি । তারা আমাকে ও ক্যামেরা পারসন কে জিমমী করে ক্যামেরা ছিনিয়ে নিয়েছিল । কোনমতে আল্লাহর অশেষ রহমতে জীবন নিয়ে ফিরেছিলাম আমি ও ক্যামেরা পারসন । শিক্ষামন্ত্রনালয়ে লিখিত অভিযোগ করে ও কোন ফল পায়নি । বরং একুশের মালিকপক্ষের কাছে উল্টা আমাদের বিরুদ্ধে দেয়া হয় বানোয়াট অভিযোগ ।

যাহোক সেসবের বিস্তারিত আরেকদিন লিখব। এখন আমি সিডনীতে বাস করলেও মাঝে মাঝে কষ্ট পায় এই ভেবে যে, প্রিয় বাংলাদেশও সেখানকার নিপীড়িত মানুষের জন্য তেমন কিছুই করতে পারিনি । নীরবে অসহায়ের মতো দেশ ছেড়ে বিদেশে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলাম এই আমি । তারপর ও এই তো বেশ আছি ; ভাল আছি । নিরাপদে তো আছি অন্তত পরিবার নিয়ে । মাঝে মাঝে ভাবি – আমরা যারা বাংলাদেশে থেকে অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে গিয়ে নানান মহলের হয়রানি আর হুমকির কারনে হতাশ হয়ে দেশ ছেড়েছিলাম -অন্তত রোজীনা ইসলামের মতো কিছু সাহসী সাংবাদিকরা তো নির্যাতন নিপীড়ন জেলের ভয় উপেক্ষা করে ঠিকই সে কাজটি করে যাচ্ছেন।

আমি তাই বিশ্বাস করি সত্যের জয় হবেই, জয় হবেই রোজীনা ইসলামের । নিপাত যাবে দুর্নীতিবাজ আমলা কামলারা। নি:শর্ত মুক্তি চাই একজন সৎ সাহসী নিরপেক্ষ দেশপ্রেমী সাংবাদিক রোজীনা ইসলামের ।

স্বপ্না গুলশান অষ্ট্রেলিয়া খেকে প্রকাশিত এবিসিবি নিউজের সম্পাদক

 

Translate »